‘সবাই সাধু নয়, আমি যদি না জেনে ভুল করি ক্ষমা চাইব’, সাম্প্রতিক একাধিক দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মমতা

টিডিএন বাংলা ডেস্ক: আজ সোমবার নজরুল মঞ্চে থেকে ‘সবাই সাধু নয়, আমি যদি না জেনে ভুল করি ক্ষমা চাইব’, বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসসি, এমএসসি, টেট সহ বিভিন্ন দুর্নীতি মামলায় তৃণমূল নেতা ও মন্ত্রীদের নাম জড়িয়ে পড়া নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। সম্প্রতি পার্থ সহ অনেকেই গ্রেফতার হয়েছেন। জিজ্ঞাসাবাদ চলছে অনেকেরই। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই এমন মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন ‘বঙ্গসম্মানে’র মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “সবাই সাধু নয়। আমি যদি না জেনে ভুল করি, ক্ষমা চাইব। জেনেশুনে আমি কখনও কোনও অন্যায় করিনি। রাজনীতি স্রেফ সুবিধার জন্য নয়, কাজের জন্য।” এরপরই তিনি বলেন, “দুর্নীতিকে সাপোর্ট করা আমার নেশা বা পেশা নয়। আমি ১ লক্ষ টাকা করে পেনশন পাই। মুখ্যমন্ত্রী হিসেবেও বেতন পেতে পারি। কিন্তু ১ পয়সাও নিই না। আজকে আমি সত্যিই দুঃখিত, মর্মাহত ও শোকাহত। কেউ কখনও কখনও ভুল করতেই পারে।”

চাকরিপ্রার্থীদের আন্দোলন প্রসঙ্গে মমতা বলেন, “এসএসসি চাকরিপ্রার্থীদের বঞ্চনায় আমি দুঃখিত, ব্যথিত। তাঁদের পাশে থাকতে যে নিয়োগ হয়নি, সেগুলিই শুধু নয়, আমি এই পদের সংখ্য়া বাড়িয়ে দিলাম।” পাশাপাশি তিনি আরও বলেন, “সেদিন শুনলাম চাকরির পরীক্ষা দিয়েও কয়েকজন বঞ্চিত। ওরা ধরনায় বসেছে, অনশন করছে। আমি সেখানে গিয়েছিলাম। কথা দিয়েছিলাম, ওদের পাশে থাকব। আমি এবারের ক্যাবিনেটে প্রস্তাব দেব, যে ক’জন বঞ্চিত, তাঁরা ছাড়াও আরও বেশি পোস্ট ক্রিয়েট করে দিচ্ছি।”