টিডিএন বাংলা ডেস্ক: নতুন বছরের শুরুতেই বড়োসড়ো সুখবর ভারতীয়দের জন্য। ভারত বায়োটেকের “কোভ্যাকসিন”-কে জরুরী সময়ে ব্যবহারের জন্য অনুমোদন দিল এক্সপার্ট কমিটি। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভারত বায়োটেকের “কোভ্যাকসিন”-কে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য সুপারিশ করেছে সিডিএসসিও এক্সপার্ট প্যানেল। এর আগে অক্সফোর্ডের “কোভিশিল্ড” ভ্যাকসিনকেও অনুমোদন দিয়েছে এক্সপার্ট কমিটি।