যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যু নিয়ে বিস্ফোরক সুপার, অভিযোগ সব জেনেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

টিডিএন বাংলা ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপের মৃত্যু নিয়ে এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করলেন হস্টেল সুপার। তিনি অভিযোগ করেছেন, হস্টেলে র‌্যাগিং চলত, নেশার আসর বসত। কিন্তু সব জেনেও তা থামাতে কোনও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ছাত্রমৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এরই মধ্যে হস্টেল সুপারের এই অভিযোগে শুরু হয়েছে হৈচৈ।

ওই হস্টেল সুপারের কথায়, “কর্তৃপক্ষ সবই জানেন। কর্তৃপক্ষ জানেন না এ রকম কিছুই নেই। এটা যাদবপুরে আজ প্রথম হচ্ছে না। বরাবরই যাদবপুরে এটা হয়ে এসেছে। কর্তৃপক্ষ সবই জানতেন, কিন্তু কোনও ব্যবস্থা নিতেন না। আমরা কখনও কখনও মৌখিক ভাবে বলেছি, ‘স্যর, এ রকম হচ্ছে।’ কোনও ছেলে যদি কর্তৃপক্ষকে রিপোর্ট করতেন তা হলে সব সময় ব্যবস্থা হত, এটা আমি দেখেছি। কিন্তু কর্তৃপক্ষ কোনও দিন রাতে আসেননি বা কর্তৃপক্ষকে আমরা কোনও দিন পাশে পাইনি রাতে।”

তিনি আরও বলেছেন, “সেখানে মদও খাওয়া হত, গাঁজাও খাওয়া হত। আমি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি, কেউ হয়তো পুকুরপাড়ে বসে খাচ্ছে। আমি মাথা নিচু করে চলে যেতাম। তাঁরা সবাই প্রাপ্তবয়স্ক। কিছু বলতে গেলে তাঁরা যদি পাল্টা কিছু বলেন…। তাঁরা যদি গালাগাল দেন, তাই জন্য আর কিছু বলতাম না।”