টিডিএন বাংলা ডেস্ক : প্রচন্ড শীত, বাইরে বোমা পড়ছে, খাবারের সমস্যা হচ্ছে- কাতোর স্বরে সাহায্যের আবেদন জানিয়ে এক ভিডিও বার্তায় এমনই বললেন ইউক্রেনে আটকে থাকা একজন ভারতীয় যুবক। কয়েকদিন ধরেই চলছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ভয়াবহ যুদ্ধ। যার ফলে চলছে মৃত্যু মিছিল। সেখানে পড়াশোনা ও কাজের সূত্রে যাওয়া বিদেশীরা পড়েছেন ভয়ংকর সমস্যার মধ্যে। সেই রকমই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দুই যুবক খারকিভের মাটিতে আত্মগোপন করে রয়েছেন। তারা জানাচ্ছেন খাবার পাচ্ছেন না ঠিকঠাক। অন্য দিকে বাঙ্কারে একে একে বাড়ছে আশ্রিতদের সংখ্যা। আর সেই কারণে এক ভিডিয়ো বার্তায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ধূপগুড়ির আশিস বিশ্বাস। তিনি অভিযোগ করেছেন যে, ভারতীয় দূতাবাস তাদের উদ্ধারের জন্য কোনও পদক্ষেপই করছে না।
আশিসের ভাষায়, ”ইউক্রেনের খারকিভে খুবই সমস্যার মধ্যে রয়েছি। গত কয়েকদিন ধরে বাঙ্কারে আছি। প্রথমে তিন জন ছিলাম। এখন আটজন। প্রচন্ড শীতের মধ্যে দিন কাটাচ্ছি। বাইরে বোমা পড়ছে। পরিস্থিতি খুব খারাপ। খাবারের সমস্যা হচ্ছে।” আশিসের সঙ্গে একই বাঙ্কারে থাকা শিলিগুড়ির এক যুবক ওই ভিডিও বার্তায় বলেছেন, ”আমরা বর্ডার থেকে ১,৪০০ কিলোমিটার দূরে আছি। অথচ, ভারতীয় দূতাবাস আমাদের নিয়ে যাবার কোনও রকম ব্যবস্থা করছে না। যদিও অন্যান্য দেশের দূতাবাসগুলো তাদের ছাত্রছাত্রীদের নিয়ে গিয়েছে। এখান থেকে আমাদের পক্ষে বেরনো মুশকিল।”
ইউক্রেনে আটকে থাকা অপর একজন ভারতীয় যুবক ঝাড়গ্ৰামের রূপম মণ্ডল বলেন, “এখান থেকে যারা নিজেরা যাওয়ার চেষ্টা করেছে, তাদের সীমান্তে প্রচণ্ড ঠান্ডার মধ্যে আটকে রাখা হয়েছে। এমনকি তাদের উপর নির্যাতন করা হয়েছে বলেও আমরা জানতে পেরেছি।”