HighlightNewsআন্তর্জাতিক

ফেসবুক বদলে হয়ে গেল মেটা

টিডিএন বাংলা ডেস্ক : আলবিদা ফেসবুক। স্বাগত মেটা। তবে ঘাবড়াবার কিছু নেই। আপনার ফেসবুক অ্যাকাউন্ট ঠিকই থাকছে। শুধু বদলে গেল তার নাম। এক অনুষ্ঠানে ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ ঘোষণা করেছেন, তারা সংস্থার নামের পরিবর্তন করছেন। কিন্তু তাতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের কার্যকলাপে কোনও বদল আসবেনা। তিনি আরও বলেন, আমাদের সংস্থা বহু কাজ করে। কিন্তু সম্পৃক্ত হয়ে রয়েছে শুধু ফেসবুকের সঙ্গে। সেই জন্যই নাম বদল। এর ফলে বোঝানো সহজ হবে যে, অন্য অ্যাপগুলোও একই সংস্থার সঙ্গে যুক্ত।

ফেসবুকের নাম বদলের ফলে, বদলে গেল ফেসবুকের জনপ্রিয় লোগো। লাইক বা থামস আপ লোগোর বদলে মেটার ‘M’ আকৃতির মত লোগো হয়েছে। এই নাম বেছে নেওয়ার কারণ কী? জুকারবার্গ জানিয়েছেন, ক্লাসিকস পড়তে বরাবর ভালোবাসি। গ্রিক শব্দ ‘Beyond’ (অনন্ত) থেকে এসেছে মেটা শব্দটি। তবে এই শব্দ বেছে নেওয়ার কারণ আরও অনেক কিছু করা বাকি। অনেকটা পথ চলা বাকি। আর তাই এই নামকরণ। মেটাভার্সের ফলে ১০ হাজার কর্মসংস্থান হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি ফেসবুকের পথ চলা শুরু হয়। বিশেষজ্ঞদের মতে, সামাজিক যোগাযোগের মাধ্যমের ক্ষেত্রে মেটাভার্স নয়া অধ্যায় নিয়ে আসবে। এই দুনিয়ায় মানুষ সব কাজ করতে পারবেন ভার্চুয়ালি। তবে জুকারবার্গ জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ওকুলাস ইত্যাদি অ্যাপের মত ফেসবুক অ্যাপটিও যেমন আছে তেমন থাকবে। সমালোচকদের একাংশ মনে করছেন, সম্প্রতি ফেসবুক নানা বিতর্কে জড়িয়েছে। ফেসবুকের তথ্য ফাঁস থেকে শুরু করে নানা প্রযুক্তিগত বিভ্রাট নিয়ে আলোড়ন পড়েছে বিশ্বে। সংস্থার শেয়ার দরও পড়েছে। এইসব সমস্যা প্রধানত এই নামবদলের প্রধান কারণ।

Related Articles

Back to top button
error: