HighlightNewsদেশ

ট্যাব হাতে অভিনব ভিক্ষা বিহারের রাজুর

টিডিএন বাংলা ডেস্ক : বিহারের বেতিয়া স্টেশনের এক ভিক্ষুক। মানুষের দয়ার টাকায় তার দিন চলে। কিন্তু আর পাঁচটা ভিক্ষুকের থেকে রাজু ভিক্ষুক একেবারে আলাদা। কারণ স্টেশনে তিনি ট্যাব হাতে ডিজিটাল ভিক্ষা চান। মানে? কারণ কী?

ট্যাব নিয়ে আর গলায় কিউআর কোড ঝুলিয়ে স্টেশন বসেন। বহু মানুষ নগদে টাকা পয়সা ভিক্ষা দিলেও, অনেকেই অনলাইনে টাকা দেন। রাজুর এই কাণ্ডে হতবাক মানুষ। ৪০ বছরের রাজুর কথায়, ছেলেবেলা থেকেই তিনি স্টেশনে ভিক্ষা করেন। সেটাই তার রোজগারের একমাত্র পথ। সেখান থেকে যা মেলে, তা দিয়ে চলে যায়। আমি প্রধানমন্ত্রীর মান কী বাত শুনি। ওখানেই শুনেছিলাম ডিজিটাল ইন্ডিয়ার কথা। তারপরে আমারও মনে হয়, ভিক্ষাও যদি ডিজিটালি নেওয়া যায়।

রাজু আরও জানান, ব্যাঙ্ক একাউন্ট খুলতে গেলে তার থেকে আধার ও প্যান কার্ড চাওয়া হয়। সেই জন্য তিনি প্যান কার্ড তৈরি করেন। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ই-ওয়ালেট তৈরি করেন। আপাতত তিনি ডিজিটাল ভিক্ষা করেন। এক সময় তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের অনুগামী ছিলেন। তার সব সভায় যেতেন। তখনও ভিক্ষা করতেন। আজও করেন। মাধ্যমটা শুধু বদলে গেছে। তবে প্রশ্ন হল, সে ট্যাব কিনল কীভাবে?

Related Articles

Back to top button
error: