নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: মুমুর্ষ রোগীদের পাশে দাঁড়াতে ফারাক্কার ইমামনগর গ্রন্থাগারের উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির। শিবিরে দুইজন মহিলা সহ ৬৩ জন রক্তদান করেন।
উল্লেখ্য, ইমামগর গ্রন্থাগারের (পাবলিক) বর্তমান সম্পাদক মোস্তাফিজুর রহমান ও সভাপতি মহ. সুলতান সেখ জানান, ব্যক্তিগত ভাবে আমরা খুব আশাবাদী গ্রন্থাগারের সার্বিক উন্নতির ব্যাপারে। এছাড়াও সকল সদস্যবৃন্দের সক্রিয় সহযোগিতা আমাদের চালিকা শক্তি। গ্রন্থাগারকে আমরা চার দেওয়ালের মধ্যে বন্দী করে রাখায় বিশ্বাসী নই। শিক্ষা শুধু মাত্র বই পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়। বই পড়া, পঠিত বিষয়ের চর্চা, আলোচনা বিতর্ক সভা, বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করা ইত্যাদি সব কিছুই শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ। আমরা রক্তদান শিবির আয়োজন সহ বিভিন্ন কর্মসূচী বারবার গ্রহণ করবার জন্যে সংকল্পবদ্ধ। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ফরাক্কার বিধায়ক মইনুল হক, বিএমওএইচ ডাক্তার সজল কুমার পন্ডিত, সৈয়দ নুরুল হাসান কলেজের হেডক্লার্ক করুণাময় দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা।