HighlightNewsদেশ

ফ‍ুঁসছে কৃষকরা, উত্তরপ্রদেশে ভোটের আগে সিঁদ‍ুরে মেঘ দেখছে বিজেপি

টিডিএন বাংলা ডেস্ক : উত্তরপ্রদেশে ভোট যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বিজেপিকে কোনঠাসা করতে মিশন উত্তরপ্রদেশের ডাক কৃষকদের। ভোটের আগে এই বিক্ষোভ গের‍ুয়া শিবিরকে চাপে ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সর্বভারতীয় কৃষক নেতা রাকেশ টিকায়েত, হান্নান মোল্লা, যোগেন্দ্র যাদবরা সাফ জানিয়েছেন, আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপিকে ‘শাস্তি’ দিতে হবে। কারণ এই বিজেপি সরকার আদতে ‘কৃষক বিরোধী’।
কৃষক নেতাদের অভিযোগ, বিজেপি সরকার তার কোনও প্রতিশ্রুতিই পালন করেনি। এমএসপি সংক্রান্ত কোনও কমিটিই তৈরি হয়নি। আন্দোলনরত চাষিদের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের ব্যাপারেও কোনও পদক্ষেপ করা হয়নি।’

কৃষক নেতারা জানিয়েছেন, বিজেপিকে হারানোর আবেদন জানিয়ে তাঁরা উত্তরপ্রদেশের ন’টি স্থানে সাংবাদিক বৈঠক করবেন। সেগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হল লখনউ, গোরক্ষপুর, সিদ্ধার্থনগর, কানপুর এবং মিরাট। তবে একইসঙ্গে এদিন সংযুক্ত কিষান মোর্চা জানিয়ে দিয়েছে, এটি কোনও রাজনৈতিক সংগঠন নয়। তাই বিজেপিকে পরাজিত করে শাস্তি দেওয়ার আবেদন জানানো হলেও কাকে ভোট দেবেন, তা মোর্চা বলছে না।

Related Articles

Back to top button
error: