কৃষকরা আন্দোলন করছেন না পিকনিক করছেন, চিকেন বিরিয়ানি খাইয়ে বার্ড ফ্লু ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র কৃষক আন্দোলন; বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি বিধায়ক মদন দিলাবরের

ছবি সৌজন্যে মদন দিলাবরের ফেসবুক পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: একদিকে যখন কেন্দ্রের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার দিল্লির সীমান্তে কড়া ঠান্ডার মধ্যে হাজার হাজার কৃষকরা বিক্ষোভ দেখিয়ে চলেছেন সেই সময় কৃষকদের আন্দোলনকে পিকনিক সম্মোধন করে বার্ড ফ্লু ছড়ানোর ষড়যন্ত্র বলে মন্তব্য করলেন রাজস্থানের রামগঞ্জ মন্ডি, কোটা থেকে বিজেপির বিধায়ক মদন দিলাবর।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তার মন্তব্যের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মদন দিলাবর বলছেন,”তথাকথিত কৃষকরা আন্দোলনরত। কেন আন্দোলন করছেন? কৃষকদের জন্য যে বিল আনা হয়েছে সেই তিনটি বিল রদ করা হোক যাতে কৃষকদের লাভ না হয়। এই তথাকথিত কৃষকদের দেশের জন্য কোন চিন্তা নেই, দেশের মানুষদের জন্য কোন চিন্তা নেই, তাদের জন্য আন্দোলন কি জিনিস। ওরা পিকনিক করছেন, চিকেন বিরিয়ানি খাচ্ছেন, কাজুবাদাম খাচ্ছেন। সমস্ত রকমের সুযোগ-সুবিধা ভোগ করছেন এবং পোশাক বদলে বদলে আসছেন, ওদের মধ্যে আতঙ্কবাদীও থাকতে পারে। ওদের মধ্যে কেউ চোর-ডাকাতও হতে পারে। কিছু কৃষকদের শত্রুও হতে পারে। এই সমস্ত লোকেরা দেশকে বরবাদ করতে চায়।”

রাজস্থানের ওই বিজেপি বিধায়ক আরো বলেন,”আমার মনে হয় চিকেন বিরিয়ানি খাইয়ে এটা বার্ড ফ্লু ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র। আমি সম্পূর্ণরূপে আশঙ্কিত যে যদি সরকার কিছুদিনের মধ্যেই এদেরকে না হঠিয়ে দেয় তাহলে দেশি বার্ড ফ্লু-এর প্রকোপ অনেক বড় আকার নিতে পারে। আমার অনুরোধ এই আন্দোলনকারীদের দ্রুত একত্র হওয়া থেকে বিরত করা হোক। এরা ভালোভাবে মানলে ঠিক আছে না হলে, কঠোর পদক্ষেপ নেওয়া হোক যাতে দেশের মানুষকে বার্ড ফ্লু-এর প্রকোপ থেকে বাঁচানো যায়।”

রাজস্থানের বিজেপি বিধায়কের এহেন মন্তব্যের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন রাজস্থান কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিংহ ডোটাসরা। বিজেপি বিধায়কের এহেন মন্তব্যের তীব্র নিন্দা করে রাজস্থানের কংগ্রেস সভাপতি লিখেছেন,”বিজেপি, রাজস্থানের বিধায়ক মদন দিলাবরের কৃষকদের উদ্দেশ্যে আতঙ্কবাদী, ডাকাতি ইত্যাদি শব্দ প্রয়োগ লজ্জাজনক। যে অন্নদাতা আপনার পেটে খাবারের যোগান দেয় তাদের আন্দোলনকে আপনি পিকনিক বলছেন, বার্ড ফ্লু-এর জন্য দায়ী করছেন? আপনার এই বয়ান বিজেপির চিন্তা ধারাকে প্রকাশ করছে।”