HighlightNewsদেশ

কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা এবার রিলে অনশনের ডাক দিলেন, টোল আদায়ে বাধা দেওয়ারও হুমকি কৃষক নেতার

টিডিএন বাংলা ডেস্ক: কনকনে ঠান্ডার মধ্যে প্রায় চার সপ্তাহ ধরেকেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা দিল্লির সীমান্তে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে একাধিক বার কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরেও কোনো সমাধান সূত্র পাওয়া যায়নি। তাই এবার আন্দোলনে আরো বাড়াতে রিলে অনশনের ঘোষণা করলেন কৃষক নেতা। শুধু তাই নয়, টোল আদায়ে বাধা দেওয়ার হুমকি দিয়েছেন অপর এক কৃষক নেতা।

রবিবার দিল্লির সিংঘু সীমান্তে স্বরাজ ইন্ডিয়ার প্রধান তথা কৃষকনেতা যোগেন্দ্র যাদব সংবাদমাধ্যমকে বলেন, আগামীকাল অর্থাৎ সোমবার ২৪ ঘন্টার রিলে অনশন শুরু করবেন কৃষকরা। দিল্লিসহ দেশের অন্যান্য বিভিন্ন রাজ্যগুলিতেও ওই অনশন চলবে। অপরদিকে, আর এক কৃষক নেতা জগজিত সিংহ ডালেওয়ালা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত দিল্লি-হরিয়ানা সীমান্তে জাতীয় সড়কে টোল আদায়ে বাধা দেবেন কৃষকরা। পাশাপাশি আগামী ২৭ ডিসেম্বর প্রধানমন্ত্রীর “মন কি বাত” অনুষ্ঠান চলাকালীন ঘরে ঘরে থালা বাজিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ওই কৃষক নেতা।

 

 

 

 

Related Articles

Back to top button
error: