টিডিএন বাংলা ডেস্ক: দিল্লি, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ড ছাড়াও আজ দেশজুড়ে চাকা জাম করার কথা ঘোষণা করেছেন আন্দোলনরত কৃষকরা। আজ দুপুর ১২টা থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। চলবে দুপুর তিনটে পর্যন্ত। ইতিমধ্যেই ব্যাঙ্গালুরুর শাহজাহানপুর, গুরুগ্রাম, লুধিয়ানা, জিন্ড, জম্মু-পাঠানকোট হাইওয়েতে চাকা জাম করেছেন কৃষকরা। অপরদিকে দিল্লিসহ গোটা দেশে কড়া সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। দিল্লি টিকলি বর্ডার মুড়ে ফেলা হয়েছে কড়া সুরক্ষার চাদরে। দিল্লির শহীদি পার্কে ব্যারিকেডিংয়ের পাশাপাশি বজ্রবাহনও মজুত রেখেছে দিল্লি পুলিশ।
ফতেহাবাদ (হরিয়ানা) এ এনএইচ -৯ অবরুদ্ধ করা হয়েছে। বাদোপাল গ্রামে ডাবওয়ালি-দিল্লি জাতীয় মহাসড়ক ৯-এর মাঝখানে একটি গাড়ি রেখে শত শত কৃষকরা এখানে রাস্তা অবরোধ করে রেখেছেন। জম্মুর কৃষকরা জম্মু পাঠানকোট মহাসড়ক অবরোধ করেছেন। লাগাতার কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় হয়ে রয়েছেন আন্দোলনরত কৃষকরা। পাঞ্জাবের কর্নালে কৃষকরা রাত ১২টার মধ্যেই জাতীয় হাইওয়ে বাসাল্টা টোল অবরোধ করেন। একইভাবে দেশের বিভিন্ন স্থানে চাক্কা জাম করছেন কৃষকরা। তবে এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনরকম বিশৃংখলা ঘটেনি বলে জানা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে।