কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমান্তে অনড় কৃষকরা; কৃষক সংগঠনগুলির সঙ্গে দ্বিতীয়বার বৈঠকে বসবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর

ছবি টুইটার থেকে।

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক আন্দোলনের আজ অষ্টম দিন। লাগাতার দিল্লি সীমান্তে বিক্ষোভ দেখিয়ে চলেছেন হাজার হাজার কৃষকরা। এই পরিস্থিতিতে প্রথম বৈঠকে কোনো সমাধান সূত্র না বেরোনোর পর আজ দ্বিতীয় বার আন্দোলনরত কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। বেলা বারোটায় বৈঠক। এই বৈঠকের আগেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-এর সঙ্গে বৈঠকে বসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এদিন সকাল সাড়ে নটা নাগাদ বৈঠকে বসার কথা ছিল তাঁদের। এদিকে আন্দোলনরত কৃষক সংগঠনের সদস্যদের পক্ষে জানানো হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে আজ ফের কৃষি আইন প্রত্যাহারের দাবি জানান তাঁরা। এই পরিস্থিতিতে কৃষক আন্দোলনের সঙ্গে চীন ও পাকিস্তানের যোগসূত্র রয়েছে বলে দাবি করেছেন বিজেপি শাসিত হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালাল।