Highlightদেশ

আফগানিস্তান নিয়ে মুখ খুললেন ফারুখ, তালিবানদের থেকে কী আশা করেন তিনি?

টিডিএন বাংলা ডেস্ক : আফগানিস্তানে তালিবান শাসন প্রতিষ্ঠিত। এই প্রথম এই প্রসঙ্গে মুখ খুলেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। তালিবানদের থেকে তিনি আশা করেন, আফগানিস্তানে তারা সুশাসন প্রতিষ্ঠা করবে। মন্তব্য ফারুখের।

ঠিক আর কী বলেছেন ন্যাশনাল কনফারেন্স প্রধান? তিনি বলেন, ”আমি আশা করব ওরা (তালিবান) সুশাসন দেবে। ওদেশে (আফগানিস্তান) ইসলামি নিয়মনীতি মানবে। মানবাধিকারের মর্যাদা দেবে।সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা উচিৎ ওদের।” ফারুক আবদুল্লার ওই বক্তব্য ভাইরাল হতে দেরি হয়নি। জম্মু-কাশ্মীরের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা রাজ্য বিজেপি নেতা নির্মল সিং বলেন, যে তালিবানরা মহিলা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে, সেই তালিবানদের পক্ষ নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। যা কোনওভাবেই সমর্থন করা যায় না।

উল্লেখ্য, কাবুলের ব্যাপারে দিল্লির অবস্থান এখনও জানা যায়নি। আফগানিস্তানের উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে দিল্লি এসেছেন সিআইএ প্রধান ও রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। দিল্লিতে এদিন তারা প্রধানমন্ত্রী মোদি, বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। তার মাঝেই জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর এই প্রতিক্রিয়া।

Related Articles

Back to top button
error: