HighlightNewsদেশ

বাবা কৃষক, মা অঙ্গনওয়াড়ি কর্মী, যাদবপুরের ছেলে দেড় কোটির চাকরির অফার পেল ফেসবুক-গুগল থেকে

টিডিএন বাংলা ডেস্ক: বাবা একজন সাধারণ কৃষক। আর মা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের একজন কর্মী। বাবার ফসল বিক্রি ও মায়ের বাতন থেকে কোনো রকমে টেনে টুনে চলে যায় সংসার। সেই পারিবারিক টানাপোড়েনের মধ্যেও অনেক কষ্টে চালিয়ে গিয়েছেন পড়াশোনা। এবার সেই বিশাখ মণ্ডলই চাকরির অফার পেলেন ফেসবুক-গুগলের মত বিশ্ব বিখ্যাত প্রতিষ্টানের থেকে। আর তার মাহিনাও হতে চলেছে প্রায় দেড় কোটি টাকার মত।

রামপুরহাটের বাসিন্দা বিশাখ মণ্ডল যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং করেছেন। নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে বিশাখ ছেলেবেলা থেকে ছিল মেধাবী ছাত্র। রামপুরহাটের জিতেন্দ্রলাল বিদ্যাভবন থেকে তিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেন। উচ্চ মাধ্যমিকে তিনি রাজ্যের মধ্যে দ্বাদশ স্থান অধিকার করেন। যাদবপুরেও তিনি টপার হন। তার এই সফলার পিছনে বাবা-মায়ের অবদান প্রসঙ্গে বলেন, ”ছেলেবেলা থেকে দেখছি মা কত কষ্ট করছে। আমাকে কখনও মা বলেনি বড় চাকরি পেতে হবে। সব সময় বলেছে বড় মানুষ হতে। সেটাই আমার লক্ষ্য।” ছেলের এই সাফল্যে আনন্দে উচ্ছসিত মা শিবানী বলেন, ”ছোটবেলা থেকে আমি জানতাম ছেলের মধ্যে একটা আলো আছে। সেই কারণে অনেকের সঙ্গে আমার তর্কও হয়েছে। কিন্তু ছেলের কোনও অসুবিধে হতে দিইনি।”

যাদবপুরের সহউপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ”এটা আমাদের গর্বের মুহূর্ত। মুখ উজ্জ্বল করেছে বিশাখ। আমাদের পড়ুয়ারা যে সেরা আইআইটির থেকে পিছিয়ে নেই, এটা তারই প্রমাণ।” তবে বিশাখ সমস্যায় পড়েছেন কোন চাকরিটি করবেন তা নিয়ে। এখনও পর্যন্ত তিনি ঠিক করতে পারেননি কোন চাকরিটা নেবেন। তবে ফেসবুকেই যোগ দেওয়া সম্ভাবনা বেশি বলেই খবর।

Related Articles

Back to top button
error: