ছেলের অপরাধের জন্য বাবাকে শাস্তি নয়! অজয় মিশ্রকে স্বস্তি বিজেপির

টিডিএন বাংলা ডেস্ক : লখিমপুরকাণ্ডে বড়সড় স্বস্তি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রর। অভিযুক্ত আশিস মিশ্রর জন্য সাজা দেওয়া যায় না তার মন্ত্রী বাবাকে। সূত্রের খবর, বিজেপির নেতাদের অনেকেই বক্তব্য ছেলের অপরাধের জন্য বাবাকে শাস্তি দেওয়া যেতে পারে না।

বুধবারের পর বৃহস্পতিবারও লখিমপুরকাণ্ড নিয়ে উত্তপ্ত হয়েছে সংসদ চত্বর। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় মিশ্রর পদত্যাগ দাবি করেছেন রাহুল সহ অন্যান্য বিরোধী দলের নেতারা। এত চাপের পরেও মাথা নোয়াতে নারাজ মোদি সরকার। এমনকী উত্তরপ্রদেশ সরকার যে সিট গঠন করে, তাতেও বলা হয়েছে ষড়যন্ত্র করে পরিকল্পনামাফিক খুন করা হয়েছে কৃষকদের। সেই রিপোর্টের পর বেশ চাপে কেন্দ্র। এই পরিস্থিতিতে আরও সুর চড়িয়েছে বিরোধীরা। তবে সূত্রের খবর, এতকিছুর পরেও অজয় মিশ্রর প্রতি সুর নরমই রাখল বিজেপি।

বিরোধীরা যতই বলুক, দল তাকে বহিষ্কারে নারাজ। তবে বুধবার লখিমপুর খেরিতে অক্সিজেন প্লান্ট-এর উদ্বোধন করতে গিয়ে যেভাবে সাংবাদিকদের ওপর মেজাজ হারিয়ে ছিলেন মন্ত্রী, তাকে মোটেই ভাল নজরে দেখছে না দল। উল্লেখ্য বুধবার মন্ত্রীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে মেজাজ হারানো তিনি। সাংবাদিকদের চোর বলে কটাক্ষ করেন মন্ত্রী। একইসঙ্গে নিজের ছেলেকে নির্দোষ বলে দাবি করেন অজয় মিশ্র।