HighlightNewsআন্তর্জাতিকদেশফোটো গ্যালারি

গুগল ডুডলে আজ ফতিমা শেখ

টিডিএন বাংলা ডেস্ক : দেশের প্রথম মুসলিম মহিলা শিক্ষিকা। মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য উঠেপড়ে লেগেছিলেন ফতিমা শেখ। তাও আবার ব্রিটিশশাসিত ভারতে। এমন এক মহীয়সী মহিলার ১৯১ তম জন্মবার্ষিকী আজ। তাকে সম্মান জানাল গুগল।

গুগল ডুডলে আজ ফতিমা শেখ। ১৮৩১ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন তিনি। জ্যোতিরাও এবং সাবিত্রীবাই চেয়েছিলেন সমাজের নিম্নস্তরে শিক্ষার আলো পৌঁছে দিতে। সমাজ থেকে সেই জন্য তাদের বহিষ্কার হতে হয়েছিল। সেই সময়ে তাদের আশ্রয় দিয়েছিলেন ফতিমা। তারপর একসঙ্গে খুলেছিলেন মেয়েদের পড়ানোর স্কুল। দলিত হোক, কিংবা মুসলিম। মেয়েদের পড়াশোনার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন তিনি। সমাজের কোনও বাধাই তাকে আটকাতে পারেনি। এমন নারীবাদীকে সম্মান জানালো গুগল ডুডল।

Related Articles

Back to top button
error: