HighlightNewsআন্তর্জাতিক

প্রাণ ভয়ে ভারতে পালিয়েছেন শ্রীলঙ্কার পদত্যাগী প্রধানমন্ত্রী! অস্বীকার ভারতীয় হাই কমিশনের

টিডিএন বাংলা ডেস্ক: বিক্ষোভকারীদের হাত থেকে প্রাণ বাঁচাতে ভারতে পালিয়েছেন শ্রীলঙ্কার পদত্যাগী প্রধানমন্ত্রী! এমনই গুজব রটেছে বিশ্ব জুড়ে। যদিও সেই গুজবকে স্রেফ রটনা বলে অস্বীকার করেছে ভারতীয় হাই কমিশন। বিক্ষোভকারীদের আন্দোলনের চাপের কাছে নতিস্বীকার করে অবশেষে সোমবারই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন ৭৬ বছর বয়সী মাহিন্দা রাজাপক্ষে। কিন্তু তার পরেও থামেনি বিক্ষোভ। তার শাস্তির দাবি তোলেন আন্দোলনকারীরা।

এদিকে ধীরে ধীরে বিক্ষোভ সহিংস রূপ নিলে বাধ্য হয়ে গাঢাকা দেন পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। এরপরই গুজব রটে প্রাণ ভয়ে ভারতে পালিয়েছেন শ্রীলঙ্কার পদত্যাগী প্রধানমন্ত্রী। তবে মঙ্গলবার রাতেই কলম্বোর ভারতীয় দূতাবাস একটি টুইটে স্পষ্ট করে জানিয়েছে, ‘এটি একটি ভুয়ো খবর এবং সর্বৈব মিথ্যা। শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রীকে কোনও রকম আশ্রয় দেয়নি ভারত।’

Related Articles

Back to top button
error: