টিডিএন বাংলা ডেস্কঃ গোয়া বিধানসভার ভোট শুরু হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। সেই উপলক্ষে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায়ের উপস্থিতিতেই গোয়ায় বিধানসভার ভোটের প্রথম দফার প্রার্থীদের নাম ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস। এই দফাতে মোট ১১ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল। সেই প্রার্থী তালিকাতে আছেন দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজেনিরো ফেলিইরো এবং চার্চিল আলেমাও এর মত হেভিওয়েট প্রার্থীদের নামও।
প্রাক্তন মুখ্যমন্ত্রীই লুইজেনিরো ফেলিইরোই গোয়াতে সর্বো প্রথম তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। লুইজিনহো এই মুহূর্তে তৃণমূলের রাজ্যসভার সাংসদ। মমতা তাকে দলের সর্বভারতীয় সহ-সভাপতি হিসাবেও দায়িত্ব দিয়েছেন। এছাড়াও তাঁর উপর একের পর এক দায়িত্ব দেয় তৃণমূল। এই ভোটে লুইজিনহো জিতলে তাঁকেই মূখ্যমন্ত্রী করা হবে বলে মনে করা হচ্ছে। তাছাড়াও তৃণমূলের প্রার্থী তালিকায় আরেক উল্লেখযোগ্য নাম এনসিপি থেকে তৃণমূলে যোগ দেওয়া চার্চিল আলেমাও।
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায় গোয়া নির্বাচনের কৌশল ঠিক করতে এবং দল গোছাতে গোয়া সফরে আছেন। তাঁর উপস্থিতিতেই মঙ্গলবা তৃণমূলের রাজ্যকমিটি, যুব কমিটি, ব্লক সহ সার্বিক সাংগঠনিক কমিটির ঘোষণাও করা হয়। গোয়ার রাজ্য কমিটিতে অন্যতম সহ-সভাপতি করা হয়েছে নাফিসা আলিকে। গোয়ার তৃণমূলের নতুন নির্বাচিত পদাধিকারীদের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আসন সমঝতার কারণে মহারাষ্ট্র গোমন্তক পার্টি বা এমজেপিকে বেশ কিছু আসন ছাড়া হয়েছন বলে জানা গিয়েছে।