টিডিএন বাংলা ডেস্ক: শামলির মহাপঞ্চায়েত থেকে ফের একবার ট্রাক্টর র্যালির হুঁশিয়ারি দিলেন ভারতীয় কিষান ইউনিয়নের প্রবক্তা রাকেশ টিকেত৷ এদিন কৃষি আইন প্রসঙ্গে ন রাকেশ টিকেত বলেন, আমাদের সংশোধন চাইনা, আইন বাতিল করতে হবে। শুধু তাই নয়, ওই সভা থেকে তিনি কৃষকদের ট্রাক্টরের তেল ভরে রাখতে বলেন কারণ, যেকোনো সময় দিল্লির ডাক আসতে পারে।
রাকেশ টিকেত বলেন,”আমাদের সংশোধন চাই না, আইন বাতিল করতে হবে, জিজ্ঞাসা না করে আপনারা আইন বানিয়ে দিলেন এবং তারপরে জিজ্ঞাসা করছেন এর মধ্যে সমস্যা কোথায় আছে? শাকসবজি আলমারিতে বন্ধ করতে চাইছেন, ক্ষুধা নিয়ে ব্যবসা করতে চান, এমন হতে দেওয়া যাবে না।”
ওই সভা থেকে কৃষকদের আরো এক ট্রাক্টর মিছিলের জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়ে রাকেশ টিকেত আরো বলেন,”দিল্লিতে কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। পুরো দেশ থেকে কৃষকরা ৪০ লক্ষ ট্রাক্টর নিয়ে দিল্লিতে আসবেন। কৃষকরা ট্রাক্টরের তেল ঢেলে প্রস্তুত থাকুন। কৃষি আইন প্রস্তুত হবার আগেই পুঁজিপতিদের গুদাম তৈরি হয়ে গেছে। এগুলিকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। যারা দেশ লুট করে তাদের পালাতে হবে।”