HighlightNewsদেশ

অবশেষে দিল্লি সরকারের বাজেটের উপর থেকে নিষেধাজ্ঞা তুলল মোদীর সরকার

টিডিএন বাংলা ডেস্ক: রাজনৈতিক চাপের মুখে অবশেষে দিল্লির আপ চালিত সরকারের বাজেটের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রের বিজেপি পরিচালিত মোদীর সরকার। দিল্লি সরকারের ২০২৩-২৪ অর্থবর্ষে বাজেটে উন্নয়ন খাতের তুলনায় বিজ্ঞাপন খাতে বেশি পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে বলে অভিযোগ তুলে ছিলেন দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। তার ভিত্তিতেই সেই বাজেটের উপর নিষেধাজ্ঞা জারি করে স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু সেই অভিযোগ অস্বীকার করে কেজরিওয়াল সরকারের অর্থমন্ত্রী কৈলাশ গেহলট জানান, এবারের বাজেটে মোট পরিমাণ ৭৮ হাজার ৮০০ কোটি টাকা। এরমধ্যে ২২ হাজার কোটি টাকা উন্নয়ন খাতে এবং মাত্র ৫৫০ কোটি টাকা বিজ্ঞাপন খাতে বরাদ্দ করা হয়েছে। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের ভূমিকা প্রসঙ্গে অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রীকে একটি চিঠি লেখেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অবশেষে দিল্লি সরকারের বাজেটের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল মোদী সরকার।

Related Articles

Back to top button
error: