HighlightNewsরাজ্য

অবশেষে পুরভোট পিছালো কমিশন, নির্বাচন ১২ ফেব্রুয়ারি

টিডিএন বাংলা ডেস্ক : অনেক টানা পোরেনের পর অবশেষে পুরভোট পিছালো রাজ্য নির্বাচন কমিশন। পুরনিগমের ভোট তিন সপ্তাহ পরে ১২ ফেব্রুয়ারি অনুষ্টিত হবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এর আগে রাজ্য সরকার কমিশনকে পুরভোট পিছনোর অনুরোধ করেছিল। এরপরেই শনিবার বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্ত জানিয়েছে কমিশন। কমিশন এই ঘোষণার সময় জানিয়েছে আদালতের প্রতি সম্মান দেখিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে প্রচার নিয়ে সিদ্ধান্ত হয়নি।

আসলে করোনাকালীন পরিস্থিতিতে ভোট পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। যদিও হাইকোর্ট স্পষ্ট ভাবে জানিয়ে দেয় যে, পুরভোট পিছানোর অধিকার আছে কেবলই রাজ্য নির্বাচন কমিশের। তবে একইসঙ্গে কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে ভোটের তারিখ পুনর্বিবেচনার অনুরোধ জানায়। কোভিড আবহে জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে হাইকোর্টের তরফে ভোট পিছিয়ে দেওয়ার পরামর্শও দেয়।

পুরভোট প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, বর্তমান কোভিড আবহে যে কোনও ধরনের ভোট পিছিয়ে দেওয়া উচিত। যদিও তিনি জানিয়ে দিয়েছিলেন এটি দলের নয় বরং তাঁর ‘ব্যক্তিগত মত’।

উল্লেখ্য যে, ২২ জানুয়ারি ভোট হওয়ার কথা ছিল বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগর পুরসভার। কিন্তু কোভিড অতিমারিতে বিপর্যস্ত গোটা দেশ। এমতাবস্থায় পুরভোট পিছিয়ে দেওয়ার দাবি উঠছিল।

Related Articles

Back to top button
error: