HighlightNewsদেশ

অবশেষে সমাপ্ত হল জ্ঞানব্যাপি মসজিদের সার্ভ, স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দারস্থ ৩টি সংগঠন

টিডিএন বাংলা ডেস্ক: উত্তেজনা ও বিতর্কের মধ্যেই গতকাল প্রায় ৬৫ শতাংশ কাজ সম্পন্ন হয়ে ছিল। আজ অবশেষে সমাপ্ত হল বারাণসীর জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্স চত্বরের ভিডিওগ্রাফি সার্ভের কাজ। কাজ শেষ হলেও উত্তেজনা ছড়াতে পারে এই আশঙ্কা থেকে ওই এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি দেখতে পেলেই দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সমীক্ষার পর মসজিদের একটি অংশ সিল করে দেওয়া হয়েছে বলে খবর। কিন্তু এরই মধ্যে এবার জ্ঞানবাপী মসজিদের উপর সমস্ত পদক্ষেপের উপরে স্থগিতাদেশের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো তিনটি সংগঠন।

উল্লেখ্য যে, মসজিদ কমপ্লেক্সে হিন্দু পূজার প্রতীক থাকার দাবির পেছনের সত্যতা খুঁজে বের করতেই এই জরিপ। দিল্লি-ভিত্তিক পাঁচজন মহিলা – রাখি সিং, লক্ষ্মী দেবী, সীতা সাহু এবং অন্যরা ১৮ এপ্রিল, ২০২১-এ তাদের আবেদনের সাথে আদালতে গিয়েছিলেন এবং প্রতিমাগুলির কোনও ক্ষতি করা থেকে বিরোধীদের থামাতে চেয়েছিলেন। অন্যদিকে জ্ঞানব্যাপি মসজিদ সংক্রান্ত সমস্ত রকমের কর্মকান্ডের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হওয়ায় আবারও জ্ঞানবাপী মসজিদ ইস্যু গড়ালো সুপ্রিম কোর্টে। এবার, এ বিষয়ে সুপ্রিম কোর্টের অবস্থান কি হয় সেটাই দেখার।

Related Articles

Back to top button
error: