টিডিএন বাংলা ডেস্ক: আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য কর্ণাটক থেকে মনোনয়ন পত্র জমা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরপ্পা এবং বিজেপির রাজ্য সভাপতি আর অশোকা। এদিন বিজেপি নেতা এবং এসেল গ্রুপের চেয়ারম্যান সুভাষ চন্দ্রও রাজস্থানে মনোনয়ন জমা দিয়েছেন। রাজ্যসভা নির্বাচনের জন্য ১০ জুন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ পর্ব চলবে।