টিডিএন বাংলা ডেস্ক : মোদি ও যোগীর বিরুদ্ধে অশালীন মন্তব্য। সেই অভিযোগে এফআইআর দায়ের হল এআইএমআইএম সুপ্রিমো তথা হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েইসির বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার পাশাপাশি কোভিড বিধি ভাঙার অভিযোগও আনা হয়েছে। ঘটনা হল, তিনদিনের প্রচারে উত্তরপ্রদেশ এসেছিলেন ওয়েইসি। অভিযোগ, কাটরা চন্দনায় এক জনসভায় ওয়েইসি সাম্প্রদায়িক উসকানিমূলক কথাবার্তা বলেন। ঠিক কী বলেছিলেন হায়দরাবাদের সাংসদ? বারাবাঁকির পুলিশ সুপারিটেন্ডেন্ট যমুনা প্রসাদের কথায়, উনি দাবি করেছেন, ১০০ বছরের পুরনো রাম সানেহি ঘাটের মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে দেওয়া হচ্ছে। এটা সত্য়ের বিকৃতি। এই ধরনের মন্তব্য করে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন ওয়েইসি।” ওয়েইসি ভাষণে তীব্র আক্রমণ করে মোদি সরকারকে। বলেন, ”আমার বউদি (প্রধানমন্ত্রীর স্ত্রী) একা গুজরাতে থাকেন। তাঁর বিষয়ে কোনও উত্তর নেই কারও কাছে।” ওয়েইসির এই ধরনের মন্তব্যের বিরুদ্ধেই অবমাননামূলক মন্তব্যের অভিযোগ আনা হয়েছে।