HighlightNewsরাজ্য

কলকাতায় ভোররাতে গড়িয়াহাটে অগ্নিকাণ্ড, পুড়ল দোকান ও ২ লক্ষ টাকা

টিডিএন বাংলা ডেস্ক : কলকাতা শহরে জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা। শুক্রবার রাতে জোড়াবাগানে অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার শনিবার ভোররাতে আগুন লাগে হাজরা রোডের কাছে ১৯ নম্বর ডোভার টেরেস এলাকায় গড়িয়াহাটের একটি দোকানে। বন্ধ শাটারের ভিতর থেকে গলগল করে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ৩টি ইঞ্জিন আসে। সেই দোকানের আশে পাশের আরো দুটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দোকান ঘরগুলির ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দোকানের ভিতরের শক সার্কিট থেকে আগুন লেগেছে। এছাড়া গ্যাস সিলিন্ডার লিক থেকেও আগুনের ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও প্রকৃত কারণ এখনও জানা যায়নি। দোকানের কর্মীরা জানিয়েছেন, অন্যান্য দিন তাঁরা তিনজন দোকানের ভিতর ঘুমতে যান। কিন্তু শুক্রবার রাতে তাঁরা তা করেননি। ফলে প্রাণহানির ঘটনা এড়ানো গিয়েছে। দোকানের মালিক আক্ষেপ করে বলেন, ক্যাশবাক্সে নগদ ২ লক্ষ টাকা রাখা ছিল। আগুনে তার সবটাই পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনের তীব্রতা বেশি থাকায় দমকল কর্মীরা একটি দোকানের শাটার কেটে দরজা ভেঙে তারপর আগুন নিয়নন্ত্রণে আনার কাজ শুরু করেন। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই।

Related Articles

Back to top button
error: