দেশ

দিল্লী রোহিঙ্গা শরণার্থী শিবিরে আগুন , ক্ষতিগ্রস্ত একাধিক শরণার্থী পরিবার

টিডিএন বাংলা ডেস্ক : শনিবার রাতে দক্ষিণ-পূর্ব দিল্লির মদনপুর খাদার রোহিঙ্গা শরণার্থী শিবিরে একটি বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে , শরণার্থী শিবিরের একটি বিশাল অংশ আগুনে ভস্মীভূত হয়। ভিন্ন ৫৫ টি পরিবার ক্ষতিগ্রস্তের শিকার। স্থানীয় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

রাত ১১:৫৬ টায় ফোন পেয়ে স্থানীয় আগুণ নিয়ন্ত্রক দমকলকর্মীরা ৫ টি ফায়ার ইঞ্জিনসহ উক্ত এলাকায় পৌছয়। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রায় দেড় শতাধিক ব্যক্তি প্লাস্টিকের শীট দিয়ে তৈরি কয়েক ডজন অস্থায়ী বাড়িঘর নিয়ে এই ক্যাম্পে থাকেন। মায়ানমার সেনাবাহিনীর দ্বারা ২০১৩ সালের গণহত্যার কারণে কয়েকশ রোহিঙ্গা ভারতে পালিয়ে আসায় এই শরণার্থী শিবিরটি প্রতিষ্ঠিত হয়েছিল।

শরণার্থীদের মতে তাদের যাবতীয় সাশ্রয় হয়তো আগুনে পুড়ে শেষ হয়ে গেছে । যেহেতু রোহিঙ্গা শরণার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাই তারা তাদের যাবতীয় সাশ্রয় তাবুর মধ্যেই সংরক্ষিত রাখেন।

২০১৮ সালের এপ্রিল মাসে মদনপুর খাদার শিবিরে একই রকম আগুন লেগেছিল যা যমুনা নদীর তীরে পুরো শিবিরটিকে পুড়িয়ে শেষ করে দিয়েছিল।
এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ অজানা।

মায়ানমারে রাজনৈতিক অশান্তি ও অচালবস্থার কারণে শরনার্থীদের তাদের দেশে পাঠাতে ব্যার্থ হয়েছে ভারত সরকারের উদ্যেগ। ভারতের শীর্ষ আদালতের হস্তক্ষেপে রোহিঙ্গারা ইতিমধ্যে ভারতে দীর্ঘ শরণার্থী জীবন অতিবাহিত করছে।
দুই মাস আগে মদনপুর খাদার শিবির থেকে দুই শরণার্থীকে আটক করা হয়েছিল।

উত্তরপ্রদেশ সরকার গত মাসে এই শিবিরের জমির মালিকানা দাবি করে শিবিরটি ধ্বংস করতে একটি ধ্বংসযজ্ঞ চালিয়েছিল।

Related Articles

Back to top button
error: