HighlightNewsদেশ

Firecrackers Burst: চলন্ত স্কুটারেই বাজি বিস্ফোরণে মৃত্যু বাবা-ছেলের, গুরুতর জখম দুই

টিডিএন বাংলা ডেস্ক : পুদুচেরির আরিয়ানকুপ্পমের বাসিন্দা কালাইনেসান (৩২) সাত বছরের ছেলে প্রদীপকে স্কুটারে চাপিয়ে বাজি কিনতে গিয়েছিলেন। স্থির হয়েছিল দিওয়ালির সন্ধ্যায় বাজি পোড়াবেন তারা। কিন্তু সেই বাজি পোড়ানো আর তাদের হল না। তাদের কেনা সেই বাজিই বিস্ফোরিত হয়ে আগুনে ঝলসে মৃত্যু হল বাবা-ছেলের। ভয়াবহ সেই বিস্ফোরণের ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। যা দেখে শিউরে উঠেছেন সকলেই।

জানা গিয়েছে, দীপাবলি উপলক্ষে ছেলে প্রদীপকে নিয়ে পাশেরই একটি এলাকায় বাজি কিনতে গিয়েছিলেন তিনি। দুটি ব্যাগে করে বাজি কিনে সেই বাজি স্কুটিতে চাপিয়ে ছেলেকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে আসছিলেন কালাইনেসান। স্কুটারের সামনে রাখা বাজির ব্যাগের উপর বসেছিল ছেলেটি। গন্তব্যস্থলের বেশ খানিকটা দূরে রাস্তার উপরই চলন্ত স্কুটারে রাখা বাজিতে ভয়ানক বিস্ফোরণ হয়। আগুনের হলকা আর ধোঁয়ায় মুহূর্তে চারপাশ ঢেকে যায়।

ব্যস্ত রাস্তায় হঠাৎ এই বিস্ফোরণে আতঙ্ক তৈরি জনমনে। এই বিস্ফোরণের শিকার হন আরও দুই জন মোটরবাইক আরোহী। স্থানীয়রা ছুটে এসে দেখেন দু’টি দেহ রাস্তার দু’পাশে ছিটকে পড়ে আছে। তাদের দেহ এতটাই পুড়ে গিয়েছে যে চেনার উপায় নেই। একটু দূরে আরও দু’জন মোটরবাইকআরোহীকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় থানায় খবর যেতেই ঘটনাস্থলে পোঁছায় পুলিশ। অনুমান করা হচ্ছে, ব্যাগে থাকা বাজিতে ঘর্ষণের কারণে বিস্ফোরণ হয়েছে। অভিঘাত এতটাই জোরালো ছিল যে কালাইনেসান এবং তাঁর ছেলে পুরো ঝলসে গিয়েছিল। গুরুতর জখম হন অন্য বাইকের দুই আরোহী।

Related Articles

Back to top button
error: