HighlightNewsদেশ

পালঘরের কাছে জয়পুর-মুম্বই এক্সপ্রেসে গুলিবর্ষণ, নিহত ৪

টিডিএন বাংলা ডেস্ক: সোমবার সকালে জয়পুর-মুম্বই এক্সপ্রেসে (১২৯৫৬)-এ যাত্রা করার সময় এক রেলওয়ে প্রোটেকশন ফোর্স কনস্টেবল তাঁর স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে সহকারী সহকারী সাব-ইন্সপেক্টরকে (ASI) গুলি করে। এরপর তিনি দ্বিতীয় বগিতে গিয়ে ৩ যাত্রীকেও গুলি করেন। ঘটনার সময় ট্রেনটি গুজরাট থেকে মহারাষ্ট্র যাচ্ছিল। পালঘর রেলস্টেশনের কাছে ট্রেনের বি-৫ কোচে গুলি চালানো হয়। জওয়ানকে তার রাইফেল সহ গ্রেফতার করা হয়েছে।আরপিএফ-এর মতে, ঘটনাটি ঘটেছে সকাল ৫.২৩ নাগাদ। অভিযুক্ত কনস্টেবল চেতন কুমার চৌধুরী এবং এএসআই টিকা রাম মীনা এসকর্ট ডিউটিতে ছিলেন। টিকা রামকে গুলি করার পর চেতন আরও ৩ যাত্রীকে গুলি করে। এর পর দহিসার স্টেশনের কাছে ট্রেন থেকে নেমে পালিয়ে যায় সে। পরে তাকে অস্ত্র সহ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য বোরিভালি থানায় নিয়ে যাওয়া হয়। তদন্তের পর গুলি চালানোর কারণ জানা যাবে। পুলিশ অভিযুক্ত জওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য বোরিভালি রেলওয়ে স্টেশনে নিয়ে যায়।

জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি উত্তরপ্রদেশের হাতরাস জেলার বাসিন্দা। অন্যদিকে, নিহত এএসআই রাজস্থানের সওয়াই মাধোপুরের বাসিন্দা। ৬ মাস পর তাঁর অবসরে যাওয়ার কথা ছিল। তাঁর পরিবারের জন্য ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। রেলওয়ে নিরাপত্তা কল্যাণ তহবিল থেকে পরবর্তী আত্মীয়কেও ১৫ লক্ষ টাকা দেওয়া হবে। পশ্চিম রেলের মুখপাত্র সুমিত ঠাকুর বলেছেন, মৃত্যু-কাম-অবসর গ্র্যাচুইটি এবং গ্রুপ বীমার পরিমাণও পরিবারকে দেওয়া হবে। এছাড়া, নিহত আরও ৩ যাত্রীর পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়া হবে।

Related Articles

Back to top button
error: