আন্তর্জাতিক

১৬০ বছরে প্রথম! ঘূর্ণিঝড় ইদার দাপটে উল্টো দিকে বইছে মিসিসিপির জল, লণ্ডভণ্ড আমেরিকার একাধিক রাজ্য

টিডিএন বাংলা ডেস্ক : হ্যারিকেন ইদার ঝাপটায় তছনছ মার্কিন মুলুক। উল্টোদিকে বইতে শুরু করেছে নদীর জল। অর্থাৎ নদীর জল উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়। কিন্তু ইদার প্রভাবে মিসিসিপি নদীর জল বইছে দক্ষিণ থেকে উত্তরে। নদীর জল স্তর ১৫ ফুট পর্যন্ত উঠতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। ১৬০ বছরে এই প্রথম এত বড় তাণ্ডব।

রবিবার আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইদা। এর প্রভাবে প্রতি ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে হাওয়া বইছে। বিধ্বংসী ঝড় উঠেছে লুইসিয়ানা অঞ্চলে। আবহবিদদের অনুমান সোম বা মঙ্গলবার এর মধ্যেই মিসিসিপি ও টেনেসিতে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। মার্কিন আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে পোর্ট ফোরকনের উপকূল পাড় করছে ঘূর্ণিঝড় ইদা। প্রাণহানির সেভাবে না ঘটলেও মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ সংযোগ নেই ৩ লক্ষের উপর বাড়িতে। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। তছনছ বাড়িঘর।

লুইসিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ড বলেন, ১৮৫০ সালের পর থেকে সম্ভবত এমন ভয়ঙ্কর ঝড় আছড়ে পড়েনি। তার এই বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই লুইসানাতে আছড়ে পড়ে ইদা। অনেককেই নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। হারিকেন সেন্টারগুলি খুলে দেওয়া হয়েছে। ইদার প্রভাবে মেক্সিকো উপকূলে তেল উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে হারিকেন ক্যাটরিনায় বিধ্বস্ত হয়েছিল ওই অঞ্চল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ক্ষতিগ্রস্তরা সব ধরনের সরকারি সহায়তা পাবেন। কোন দুশ্চিন্তার কারণ নেই।

Related Articles

Back to top button
error: