টিডিএন বাংলা ডেস্ক: রাজ্য জুড়ে শুভেন্দুকে নিয়ে জল্পনার মাঝেই এবার বিস্ফোরক দাবি করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। শনিবার সকালে ছটপুজোর অনুষ্ঠানে বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, ”শুধু শুভেন্দু অধিকারীই নয়, সৌগত রায়-সহ অন্তত ৫ জন তৃণমূল সাংসদ যে কোনও সময়ে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদানের জন্য প্রস্তুত। এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা।” এদিকে অর্জুন সিংয়ের দাবি নিয়ে রাজনৈতিক মহলে চাপান উতর সৃষ্টি হয়েছে।