টিডিএন বাংলা ডেস্ক: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতিপূরণ চেয়ে সোমবার বিক্ষোভে সামিল হয় অসংখ্য কৃষকরা। পাঞ্জাবের সাংরুরে বিক্ষোভ চলাকালীন সময়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন কৃষক ও পুলিশ। এই ঘটনায় ট্রাক্টর চাপা পড়ে একজন কৃষক মারা যান এবং কমপক্ষে পাঁচজন পুলিশ কর্মী আহত হন। মৃত কৃষকের নাম প্রীতম সিং। অন্যদিকে এই সময় বহু কৃষকও আহত হয়েছেন বলে খবর।
পিটিআই সূত্রে জানা গিয়েছে, পুলিশ একটি জাতীয় মহাসড়ক এবং একটি টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভকারী কৃষকদের থামানোর চেষ্টা করলে সংঘর্ষ হয়। ভারতীয় কিষান ইউনিয়নের (একতা আজাদ) একজন কৃষক নেতা কর্নাইল সিং বিবিসিকে বলেন, “পুলিশ লাঠিসোটা নিয়ে আমাদের গাড়িতে হামলা করেছে, আমাদের ছয়জন কৃষককে আহত করেছে, দুই কৃষকের পা ভেঙেছে। তারা প্রতিবাদী মহিলা কৃষকদের উপরও লাঠিচার্জ করে এবং আমাদের সহকর্মী কৃষক প্রীতম সিং শহীদ হন।”
যে ইউনিয়নগুলি বিক্ষোভে অংশ নিচ্ছে সেগুলি হল কিষান মজদুর সংগ্রাম কমিটি, ভারতীয় কিষান ইউনিয়ন (করন্তকারী), ভারতীয় কিষান ইউনিয়ন একতা-আজাদ, আজাদ কিষান কমিটি (দোয়াবা), ভারতীয় কিষাণ ইউনিয়ন (ভেরামকে), ভারতীয় কিষান ইউনিয়ন (শহীদ ভগত)। সিং), ভারতীয় কিষাণ ইউনিয়ন (স্যার ছোটু রাম)।