টিডিএন বাংলা ডেস্ক: গুজরাটের ভালসাদ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একইসঙ্গে, উত্তরাখণ্ডের লাম্বাগড়ে গত ১৩ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে বদ্রিনাথ হাইওয়ে। এই সপ্তাহে প্রায় সমস্ত রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি। আবহাওয়া দফতরের মতে, আগামী ২৪ ঘন্টার মধ্যে বিহার সহ ১৩টি রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, গত ৩০ ঘন্টায় ভারী বৃষ্টিতে গুজরাটে ১০ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিতে রাজ্যের জুনাগড়, কচ্ছ, জামনগর, ভালসাদ, মেহসানা, সুরাট এবং নভসারি জেলায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে এসডিআরএফ এবং বিমানবাহিনীকে উদ্ধার ও ত্রাণ কাজে মোতায়েন করা হয়েছে। উত্তরাখণ্ডের লাম্বাগড়ে বদ্রিনাথ হাইওয়ে (এনএইচ ৭) গত ১৩ ঘন্টা ধরে বন্ধ রয়েছে। খাছড়া ড্রেনে জল বৃদ্ধি পাওয়ায় তা বন্ধ হয়ে গেছে। মহাসড়কের দুই পাশে বিপুল সংখ্যক পর্যটক আটকা পড়েন। গত এক সপ্তাহে তৃতীয়বার এই মহাসড়কটি বন্ধ করা হয়েছে। এর আগে, গত ২৯ জুন ও শনিবার সকালে এখানে ভূমিধসের ঘটনা ঘটে। এরপর কয়েক ঘণ্টা মহাসড়ক বন্ধ থাকে।
এন্যদিকে, হিমাচলে গত এক সপ্তাহে ২৪ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে নর্দমায় পড়ে মৃত্যু হয়েছে এক অটো চালকের। গুজরাট সহ এই তিনটি রাজ্যে এখনও পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে।