HighlightNewsআন্তর্জাতিক

ইজরায়েলে ফ্লোরোনার হানা! কতটা সাংঘাতিক

টিডিএন বাংলা ডেস্ক : করোনা, ওমিক্রনে রক্ষে নেই। ফ্লোরোনা দোসর। ইসরাইলে এই প্রথম কোনও রোগীর দেহে একসঙ্গে কোভিড এবং ইনফ্লুয়েঞ্জা সংক্রমনের অস্তিত্ব মিলেছে।

সূত্রের খবর, চলতি সপ্তাহেই রাবিন মেডিকেল সেন্টারে ভর্তি এক অন্তঃসত্ত্বা মহিলার শরীরে এই জোড়া সংক্রমণের উপস্থিতি পাওয়া যায়। তিনি করোনার ভ্যাকসিন নেননি বলে হাসপাতাল সূত্রে খবর। করোনার নয়া অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন এখন চিন্তা বাড়াচ্ছে। তার মধ্যেই এই জোড়া সংক্রমণের খোঁজ।

বিশেষজ্ঞরা অবশ্য আশ্বস্ত করেছেন, এটা করোনার কোনও নতুন ভ্যারিয়েন্ট নয়। কারও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে, দুটি ভাইরাস শরীরে একসঙ্গে আক্রমণ করতে পারে। এক্ষেত্রেও তেমন হয়েছে। প্রসঙ্গত যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য শুক্রবার থেকে করোনার বুস্টার ডোজ শুরু করেছে ইসরাইল প্রশাসন। মূলত বয়স্ক এবং কো-মর্বিডিটি থাকা ব্যক্তিদেরই টিকার এই চতুর্থ ডোজ দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের চিন্তা বাড়িয়েছে ডেলমিক্রনও। অর্থাৎ ডেল্টা ও ওমিক্রনের জোড়া আক্রমণ।

Related Articles

Back to top button
error: