Highlightদেশ

মমতার ‘খেলা হবে’ স্লোগানের অনুকরণে এবার অখিলেশের ‘খদেড়া হবে’

টিডিএন বাংলা ডেস্ক : বাংলায় ২১- এর মহারণে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। তাও আবার বিজেপি’কে গো-হারা হারিয়ে। নির্বাচনী প্রচারে ঝড় তুলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘খেলা হবে’ স্লোগান। স্লোগানের জনপ্রিয়তা এতই যে তা রাজ্যের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে ভিন রাজ্যে। খেলা হবে স্লোগানের অনুকরণে এবার সমাজবাদী পার্টির স্লোগান ‘খদেড়া হবে’ (তাড়ানো হবে)।

সপা সুপ্রিমো অখিলেশ যাদব বলেন, “খেলা হবে স্লোগান দিয়ে দিদি পশ্চিমবঙ্গে বিজেপিকে রুখে দিয়েছেন। তেমনি উত্তরপ্রদেশে হবে খদেড়া হবে। বিজেপিকে উৎখাত করবে রাজ্যবাসী।” উত্তরপ্রদেশে এবার এসবিএসপি সঙ্গে জোট করছে সমাজবাদী পার্টি। দলের প্রধান ওম প্রকাশ রাজভরের সমর্থনে বুধবার বক্তব্য রাখেন অখিলেশ। তিনি বলেন, “একসঙ্গে যখন লড়বো তখন কোনও শক্তি টিকতে পারবে না। রাজ্যের ভবিষ্যতের জন্য এই জোট খুবই গুরুত্বপূর্ণ।”

এই জোটের সমর্থনে অখিলেশ আরও বলেন, গরিব ওবিসি এবং পিছিয়ে পড়া মানুষের সম্মানের জন্য এই জোট। এই জোটের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। তবে মুদ্রাস্ফীতি, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির কথা ভুলে যাবেন না।” বিজেপিকে বিঁধে অখিলেশ বলেন, করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ বিজেপি। এই সরকার কিছুই করেনি। মহামারীর সময় ঠিকমতো অক্সিজেন এবং চিকিৎসা পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে সরকার।”

Related Articles

Back to top button
error: