টিডিএন বাংলা ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কলকাতা পুলিশের আওতাধীন থানাগুলিতে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। তিন দফায় এই সিসি ক্যামেরা বসানোর কাজ হবে। ইতিমধ্যে কিছু থানায় এই কাজ শেষ হয়েছে। এর ফলে তদন্তের ক্ষেত্রে অনেকটাই অগ্রগতি হবে বলে মনে করা হচ্ছে। নতুন করে বসানো ক্যামেরাগুলিতে ভিডিও রেকর্ডিং এর পাশাপাশি কথোপকথনও রেকর্ডিং হবে। প্রথম দফায় ২৪ টি থানায় ৯১৬টি সিসি ক্যামেরা বসছে। পরবর্তীতে আরও দুইটি ধাপের মাধ্যমে কলকাতার পুলিশের প্রতিটি থানায় সিসি ক্যামেরা বসানোর কাজ শেষ হবে। প্রতিটি থানায় ওসির ঘর থেকে সিসি ক্যামেরাগুলির উপর নজরদারি চালানো হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী থানার ১৪ টি জায়গায় অত্যাবশ্যকভাবে সিসি ক্যামেরা লাগাতে হবে। এছাড়া প্রয়োজন মনে হলে ক্যামেরার সংখ্যা বাড়ানো যেতে পারে। বর্তমানে কলকাতা পুলিশের আওতাধীন প্রতিটি থানায় তিনটি করে সিসি ক্যামেরা রয়েছে। কিন্তু সেগুলিতে শুধুমাত্র ভিডিও রেকর্ডিং হয়। সূত্রের খবর, নতুন করে বসানো যক্যামেরাগুলিতে নাইট ভিশন ফিচারসও থাকবে। ফলে রাতের ঘটনাও ক্যামেরায় ধরা পড়বে।