টিডিএন বাংলা ডেস্ক: লখনউয়ের বিবিডি বিশ্ববিদ্যালয়ে খাবারে বিষক্রিয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকা প্রায় ৭০ জন শিশু রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাদের রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালেই বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয়ে আসে খাদ্য ও ওষুধ দফতরের টিম। তাঁদের সঙ্গেই ছিল জলকাল বিভাগের টিম। হোস্টেলের খাবার ও জলের নমুনা তদন্তের জন্য পাঠানো হয়।