টিডিএন বাংলা ডেস্কঃ রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি ও সংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ফুটবলার ডেনজিল ফ্রাঙ্কো ও সিনিয়র বক্সিং অফিসার লেনি দা গামা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েই ফ্রাঙ্কো জানান, তিনি আগামী বছর গোয়া বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। এদিনের অনুষ্ঠানে বক্সিং অফিসার লেনি দা গামা বলেন, বিজেপি কংগ্রেস এর মত দলগুলির খেলাধুলার প্রতি তেমন কোন সমর্থন নেই।
তিনি আরও বলেন, “খেলাধুলা নিয়ে রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলের সঙ্গে অনেক কথা হয়েছে। সময় এসেছে ভিন্ন কিছু করার।” উল্লেখ্য যে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর থেকেই বাংলা তথা ভারতীয় রাজনীতিতে চর্চিত হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী লক্ষ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দিল্লি বিজয়।