HighlightNewsদেশ

প্রিপেড গ্রাহকদের জন্য বড়সড় ঘোষণা ট্রাইয়ের

টিডিএন বাংলা ডেস্ক : প্রিপেড গ্রাহকদের জন্য স‍ুখবর। টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই জানিয়েছে, প্রতিটি মোবাইল সংস্থাকে এবার অন্তত একটি ট্যারিফ প্ল্যান রাখতে হবে। যেখানে গ্রাহক ৩০ দিনের প্রিপেড রিচার্জ করার সুযোগ পাবেন।

বেসরকারি টেলিকম সংস্থাগুলির প্রিপেড ট্যারিফ প্ল্যান সাধারণত ২৮ দিন, ৫৬ দিন বা ৮৪ দিনের হয়। গ্রাহকরা এক মাসের রিসার্চ করার সুযোগ পান না। সমস্যা মেটাতে নামল ট্রাই। তারা জানিয়েছে, প্রতিটি মোবাইল সংস্থাকে এবার অন্তত একটি ট্যারিফ প্ল্যান রাখতে হবে, যেখানে গ্রাহক ৩০ দিনের প্রিপেড রিচার্জ করার সুযোগ পাবেন।

ট্রাই জানায়, তারা চায় ৩০ দিনের প্যাকেজ ঘোষণা করা হোক। সেই মতো তারা একটি খসড়া তৈরি করে, যেখানে টেলিকম সংস্থাগুলির থেকে পরামর্শ বা মতামত চাওয়া হয়। সেই মতামতের ভিত্তিতে এবার নির্দেশিকা জারি করা হল। সেখানে বলা হয়েছে, প্রতিটি মোবাইল সংস্থা অন্তত একটি করে প্রিপেড প্ল্যান ভাউচার, একটি স্পেশাল ভাউচার এবং একটি কম্বো ভাউচার বাজারে আনবে, যার পরিষেবার সময়সীমা থাকবে ৩০ দিন।

প্রতি মাস ৩০ দিনে শেষ হয় না। সেই দিকটি বিবেচনা করে আরও একটি নির্দেশিকা জারি করেছে ট্রাই। তারা টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে, প্রত্যেককে অন্তত একটি করে প্ল্যান ভাউচার, স্পেশাল ভাউচার এবং কম্বো ভাউচার আনতে হবে, যেখানে প্রতি মাসের একটি নির্দিষ্ট তারিখে রিচার্জ করা যাবে। অর্থাৎ মাসের দিন সংখ্যা যাই-ই হোক না কেন, এক্ষেত্রে তা বিবেচনায় আনা হবে না। যেভাবে পোস্ট পেড বিল মাসের নির্দিষ্ট সময় অন্তর আসে, সেই রকম সুবিধাই পাবেন গ্রাহক।

Related Articles

Back to top button
error: