HighlightNewsসাহিত্য

বিশ্ব পরিবেশ দিবসের জন্য

বিশ্ব পরিবেশ দিবসের জন্য

মোকতার হোসেন মন্ডল
বাঁচাও মানুষ, বাঁচাও জগৎ
সত্য ন্যায়ের কন্ঠ ধরো,
শুষ্ক ঠোঁটে জঠর কাঁদে
মুক্ত বাতাস তৈরি করো।
বিশ্ব দূষণ, হচ্ছে শোষণ
চলছে এখন লুটের মেলা,
গাছ রোপনের আড়াল হতে
বেরিয়ে আসে হিংস্র খেলা।
দূষণ মনে বোমার বনে গাইবে
কেমন শুদ্ধ গান?
আর কতদিন বলবে ছলে
‘একটি গাছ, লক্ষ প্রাণ’!
জগৎ আছে জগৎ রবে
আদিকালেও জীবন ছিল,
কোন সে পাগল রাজার কালে
দুনিয়া আজ গরম হল?
নীরব মাটি নীরব জলে
বিষের সিসি ঢাললে আজ,
আর কতদিন চলবে তোমার
দুষ্ট মনে বারুদ রাজ?
০৪/০৬/২০২০

Related Articles

Back to top button
error: