ভারতীয় বলে স্বীকৃতি দিয়েও বিদেশি দাগল ট্রাইবুনাল!

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক : ২০১৬ এর আগস্টে ফরেনার্স ট্রাইবুনাল ভারতীয় বলে জানিয়েছিল। ২০২১ সালে সেই ট্রাইব্যুনালই একই ব্যক্তিকে বিদেশি বলে ছাপ দিল। এই সিদ্ধান্তের প্রতিবাদে বিচারকের বিরুদ্ধে গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অসমের দারাং জেলার হাসিনা ভানু। অবশেষে আদালতের রায়ে তিনি পেলেন ভারতীয় পরিচয়।

হাসিনার দাবি, “তার মুসলিম ধর্ম পরিচয়ের কারণে তাকে এই ভাবে হেনস্থার শিকার হতে হল। আটক শিবিরে অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। বহু মুসলিম, হিন্দু সেখানে আটকে রয়েছে। আমার মনে হয় আমি মুসলিম বলেই ধর্ম পরিচয়-এর জন্য এইভাবে আমাকে হেনস্তা করা হলো।”

উল্লেখ্য, অসমে অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে জাতীয় নাগরিক পঞ্জি তৈরির প্রক্রিয়া শুরু করেছে সরকার। যাদের বৈধ কাগজ নেই, তাদের বিদেশি বলে ফরেনার্স ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। হাসিনার ক্ষেত্রে ২০১৬ সালে তার কাগজপত্র দেখে ভারতীয় বলে ঘোষণা করে ট্রাইবুনাল। কিন্তু ওই ট্রাইবুনালই তাকে বিদেশি বলে ঘোষণা করে। তাকে গ্রেফতার করে তেজপুর জেলের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়।