টিডিএন বাংলা ডেস্ক: মুম্বাইয়ে দীর্ঘ আলোচনার পর অবশেষে বিশেষ কো-অর্ডিনেশন কমিটি গঠন করতে সক্ষম হয়েছে বিজেপির বিরোধী দলীয় ঐক্যজোট ‘ইন্ডিয়া’ জোট! এখন থেকে এই সমন্বয় কমিটিই ঐক্যবদ্ধ বিরোধী দলীয় শক্তি ‘ইন্ডিয়া’ জোটের মধ্যে ঐক্য ধরে রাখা ও বিজেপি বিরোধী লড়াইয়ের কৌশল নির্ধারণের কাজ করবে। এই কো-অর্ডিনেশন কমিটিতে স্থান পেয়েছেন পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।
আর কে কে স্থান পেলেন এই কমিটিতে? দেখুন এক নজরে
২৮টি দলের ১৩ জনের কো-অর্ডিনেশন (সমন্বয়) কমিটিতে স্থান পেয়েছেন শরদ পওয়ার (এনসিপি), কেসি বেণুগোপাল (কংগ্রেস), এমকে স্ট্যালিন (ডিএমকে), তেজস্বী যাদব (আরজেডি), হেমন্ত সোরেন (জেএমএম), মেহবুবা মুফতি (পিডিপি), ওমর আবদুল্লা (ন্যাশনাল কনফারেন্স), সঞ্জয় রাউত (শিবসেনা-উদ্ধব), লালন সিংহ (জেডিইউ), জাভেদ আলি খান (সমাজবাদী পার্টি), ডি রাজা (সিপিআই) এবং রাঘব চড্ডা (আপ)।