টিডিএন বাংলা ডেস্ক : বেশ কিছু দিন থেকেই আলোচনা চলছিল, অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই তৃণমূলের দলীয় পতাকা হাতে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তৃণমূলে যোগ দিয়েই তিনি রাজ্যের সহ-সভাপতি পদ পেয়েছেন। আজ তৃণমূলের বর্ধিত রাজ্য কমিটির বৈঠক চলছে নজরুল মঞ্চে। সেই মঞ্চেই তিনি তৃনমুলে যোগ দিলেন। এই বৈঠকে যোগ দিতে নজরুল মঞ্চে উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও পি কে, অভিষেক ব্যানার্জি, সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম প্রমুখ।
প্রসঙ্গত, বার বার জয়প্রকাশ মজুমদারকে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। রাজ্য বিজেপির নেতৃত্বের সঙ্গে তার মত বিরোধ চরমে পৌঁছালে বিজেপি থেকে বহিষ্কার করা হয়। এরপরেই বিজেপির অপর এক নেতা রীতেশ তিওয়ারির সঙ্গে বৈঠক করতে দেখা যায় তাঁকে। সেই সময় তিনি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। সেই সময় তিনি অভিযোগ করে ছিলেন বিজেপির নেতারা কেবলই ঠান্ডা ঘরে বসে বক্তব্য পেশ করেন।