চেন্নাইয়ে গ্রেফতার কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সিএস কারনান

ছবি সৌজন্যে সিএস কারনানের টুইটার পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: ফের খবরের শিরোনামে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সিএস কারনান। বুধবার চেন্নাই পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ তাঁকে গ্রেফতার করে। কারনানের বিরুদ্ধে অভিযোগ তিনি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি ও একাধিক বিচারপতির স্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। এই সংক্রান্ত একটি ভিডিও তিনি ইউটিউবে পোস্ট করেন। এর আগে ২০১৭ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীনসুপ্রিম কোর্টের বিরুদ্ধে মন্তব্য করার জন্য ৬ মাসের কারাদণ্ড হয় সিএস কারনানের।