টিডিএন বাংলা ডেস্ক: আলোচনা চলছিলই অবশেষে আজ শনিবার কাক ভোরে স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান এন চন্দ্রবাবু নায়ডুকে। একই সঙ্গে অন্য এক স্থান থেকে তার ছেলে নারা লোকেশকেও গ্রেফতার করা হয়েছে বলে খবর। টিডিপি দলের এক মুখপাত্র জানিয়েছেন, গতকাল শুক্রবার চন্দ্রবাবু দলীয় কর্মসূচি উপলক্ষে অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালে ছিলেন। একটি জনসভায় ভাষণ দেওয়ার পরে ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন। সেখানেই একেবারে আটঘাট বেধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে হানা দেয় সিআইডি এবং অন্ধ্র পুলিশ। সঙ্গে ছিলেন নান্দিয়ালের ডিআইজি রঘুরামি রেড্ডি। দীর্ঘক্ষণ পর সকাল ৬টা নাগাদ গ্রেফতার করে চন্দ্রবাবুকে প্রথমে মেডিক্যাল পরীক্ষার জন্য নান্দিয়াল হাসপাতালে এবং পরে বিজয়ওয়াড়া জেলে নিয়ে যাওয়া হয়। শনিবারই তাঁকে আদালতে পেশ করা হবে বলে খবর। অন্যদিকে পূর্ব গোদাবরী জেলা থেকে তাঁর ছেলে নারা লোকেশকেও আটক করেছে অন্ধ্র পুলিশের একটি টিম।
এদিকে গ্রেফতারির খবর পাওয়ার পরপরই বিক্ষোভে সামিল হন তেলুগু দেশম পার্টির সমর্থকরা। তারা অন্ধ্র পুলিশ ও মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি সরকারের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ তুলে স্লোগান দিতে থাকেন এবং অবিলম্বে তাদের নেতার মুক্তির দাবি করেন। কিন্তু তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, অসততা, অসাধুভাবে সম্পত্তি বিতরণ সহ বিভিন্ন ধারায় মামলা করেছে সে রাজ্যের পুলিশ। তা ছাড়া গত মাসেই চন্দ্রবাবুর বিরুদ্ধে খুনের চেষ্টা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ তুলে এফআইআর দায়ের করে রাজ্য পুলিশ। গুন্টুর এবং নেল্লোর জেলায় চন্দ্রবাবুর সমাবেশে পদপিষ্ট হয়ে ১২ জনের মৃত্যু হয়েছিল। সে সময়ও তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছিল জগন্মোহনের পুলিশ। এ বার সরাসরি পুরনো দুর্নীতি মামলার জেরে চন্দ্রবাবুকে গ্রেফতার করল পুলিশ।