ত্রিপুরায় হামলার মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

টিডিএন বাংলা ডেস্ক : ত্রিপুরায় হামলার মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।এদিন নিজের বিধানসভা কেন্দ্র ধনপুরে যাচ্ছিলেন মানিক। অভিযোগ, তখনই তাঁর কনভয় লক্ষ্য করে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। পরিস্থিতি উত্তপ্ত হতেই গাড়ি থেকে নেমে যান মানিক। তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ দূরত্বে। এরপর পাল্টা প্রতিরোধের পথে নামে সিপিএম কর্মী সমর্থকরা। যা নিয়ে উত্তপ্ত ত্রিপুরা।

সোমবার নিজের বিধানসভা কেন্দ্রে যাবেন মানিক। কর্মসূচি আগেই স্থির হয়েছিল। এদিন সেই মতো সকালে আগরতলা থেকে ধনপুর যাচ্ছিলেন এলাকা পরিদর্শনে। অভিযোগ, মাঝপথে তাঁর কনভয় আটকানো হয়। তারপর লাঠি, বাঁশ নিয়ে হামলা হয় গাড়িগুলির উপর। সিপিএমের অভিযোগ বিজেপির উস্কানিতেই এটা ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হতেই লাঠি ও বাঁশ নিয়ে দলের বর্ষীয়ান নেতাকে বাঁচাতে ছুটে যান বাম কর্মীরা। এরপরেই বিরাট মিছিল করে দলীয় কর্মীদের নিয়ে নিজের বিধানসভা এলাকায় যান মানিক সরকার। সংবাদমাধ্যম সূত্রে খবর, বিজেপি কর্মীদেরও পাল্টা তাড়া করেন সিপিএমের কর্মীরা। এই ঘটনায় বাম শিবিরের তরফে আঙুল তোলা হয়েছে বিজেপির দিকে। যদিও বিজেপির দাবি, নিজের বিধানসভা এলাকায় কিছুই কাজ করেননি মানিক সরকার। তাই সাধারণ মানুষ নিজের অভাব-অভিযোগ শোনানোর জন্য এই আন্দোলন দেখিয়েছেন।

উল্লেখ্য, এই ধরণের ঘটনা মানিকের জন্য প্রথম নয়।এর আগেও নিজের বিধানসভা কেন্দ্রে ঢুকতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন তিনি। কয়েকদিন আগেই ঠিক হয় ধনপুর যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই মতো গিয়েছিলেনও। কিন্তু যেভাবে হামলা হল দলের ওপর, তাতে সিপিএম বাড়তি অক্সিজেন পেয়ে গেল বলে মনে করা হচ্ছে।