টিডিএন বাংলা ডেস্ক : রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন দেশের প্রাক্তন প্রধান বিচারবতি শরদ অরবিন্দ বোবদে! মঙ্গলবার বিকেল ৪টে থেকে ৫টা নাগাদ নাগপুরে আরএসএস-এর সদর কার্যালয়ে তাঁর সঙ্গে দেখা করেন দেশের প্রাক্তন প্রধান বিচারবতি। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়।এমনই সংবাদমাধ্যম সূত্রে খবর। যদিও সঙ্ঘের তরফে এই বিষয়ে ‘স্পিক টি নট’।তবে বোবদের আরএসএস কার্যালয়ে যেতেই শুরু হয়েছে জোর জল্পনা।
বোবদে নাগপুরের ভূমিপুত্র। দিল্লির পাশাপাশি তিনি নাগপুরেও কাটিয়েছেন। এমনকী কর্মসূত্রেও বেশ কিছু সময় নাগপুরেও থাকতে হয়েছে তাঁকে। এরপর ধাপে ধাপে উঠে আসা শীর্ষ আদালতে। চলতি বছরের শুরুতে প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন তিনি। নাগপুরের বাসিন্দা হওয়া সত্ত্বেও এই প্রথম তিনি আরএসএসের দফতরে গেলেন।
প্রশ্ন উঠছে, এতদিন পর কেন হঠাৎ আরএসএস কার্যালয়ে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি? উল্লেখ্য এর আগে রাজ্যসভায় গিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। অর্থাৎ প্রধান বিচারপতি পদ থেকে অবসর গ্রহণের পর রাজ্যসভায় মনোনীত হন গগৈ। ওই মনোনয়নের পিছনে কেন্দ্রের শাসকদল বিজেপি-র ‘বড় ভূমিকা’ ছিল বলেই বিরোধীদের দাবি। বিজেপি যদিও এ নিয়ে প্রকাশ্যে কখনও কিছু বলেনি। এবার সঙ্ঘের সদর দফতরে বোবদের পদার্পন। এর আড়ালে এমন কোনও কারণ অন্তর্হিত রয়েছে কি না তা নিয়ে জল্পনা বাড়ছে।