পদ্মবনে এলেন প্রাক্তন ক্রিকেটার দীনেশ মোঙ্গিয়া

টিডিএন বাংলা ডেস্ক : বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার দিনেশ মোঙ্গিয়া। প্রাক্তন অলরাউন্ডারের হাতে পতাকা তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।

সম্প্রতি জল্পনা শুরু হয়, প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংয়ের রাজনীতিতে যোগদানের সম্ভাবনা নিয়ে। পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি নভজোৎ সিং সিধুর সঙ্গে দেখা করার পর ভাজ্জিকে নিয়ে এই জল্পনা আরও তীব্র হয়। যদিও রাজনীতিতে যোগ দেওয়ার ব্যাপারে এখনও কিছু সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন প্রাক্তন স্পিনার। শোনা যাচ্ছে আসন্ন পাঞ্জাব ভোটে দীনেশ মোঙ্গিয়াকে প্রার্থী করতে পারে বিজেপি।

অন্যদিকে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ২ কংগ্রেস বিধায়ক। কাদিয়ানের বিধায়ক ফতেহ জং বাজওয়া এবং হরগোবিন্দপুরের বিধায়ক বালবিন্দর সিং যোগ দেন বিজেপিতে। এর আগে গত সপ্তাহে বিজেপিতে যোগ দিয়েছিলেন কংগ্রেস বিধায়ক রানা গুরমিত সোধি। ঘটনাচক্রে এই তিনজনই কংগ্রেসত্যাগী প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-এর ঘনিষ্ঠ বলে পরিচিত।