HighlightNewsরাজ্য

পার্থর গ্রেফতারে হাত থাকতে পারে প্রাক্তন রাজ্যপাল ধনখড়ের, সন্দেহ কুণাল ঘোষের

টিডিএন বাংলা ডেস্ক: এসএসসি দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পিছনে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের হাত থাকতে পারে বলে সন্দেহ পোষণ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, সম্প্রতি পার্থকে শায়েস্তা করার হুঁশিয়ারি দিয়ে ছিলেন জগদীপ ধনখড়। আর তার চলে যাওয়ার পরপরই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করলো ইডি। এই দুইয়ের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না সন্দেহ পোষণ করেছেন কুণাল।

একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কুণাল বলেন, ‘‌তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল গত ২৮ জুন রাজভবনে স্মারকলিপি দিতে গেলে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল। একবারের জন্যও বলছি না, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার এবং ইডি’‌র অভিযানের নেপথ্যে প্রাক্তন রাজ্যপালের সরাসরি যুক্ত। কাকতালীয় হলেও উনি চলে যাওয়ার পরই ২২ জুলাই ইডির অভিযান হয়। তাই একটা খটকা থেকেই যাচ্ছে।’‌ তিনি আরও বলেন, ‘‌তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সেদিন রাজ্যপাল বলেছিলেন, আমার কাছে কয়েকটি ‘প্রেয়ার ফর প্রসিকিউশন’–এর ফাইল রয়েছে। সেগুলি নিয়ে শীঘ্রই ব্যবস্থা নেব।’‌ এরপরই তিনি যোগ করেন, ‘‘একবারও বলছি না, রাজ্যপাল বদলা নিতেই ইডি’র অভিযান করিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে, উনি বাংলা ছাড়তেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অভিযান করে গ্রেফতার করা হল। তাই বড়ই খটকা লাগছে।’

প্রসঙ্গত, প্রাক্তন রাজ্যপাল ধনখড় ইতিপূর্বে বলে ছিলেন, ‘‌‌সব তৃণমূল কংগ্রেস নেতারা আমার বিরুদ্ধে তোপ দাগলেও একমাত্র পার্থই আমার স্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। আমার স্ত্রী কোনও রাজনীতি করেন না। অথচ একমাত্র পার্থ চট্টোপাধ্যায়ই আমার স্ত্রীকে আক্রমণ করেছে। তাই ওঁকে আমি ছাড়ব না।’

Related Articles

Back to top button
error: