HighlightNewsআন্তর্জাতিক

একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে সাবেক এমপি মোমিন তালুকদারের মৃত্যুদণ্ড

টিডিএন বাংলা ডেস্কঃ বগুড়া-৩ আসনে বিএনপির সাবেক সংসদ আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকাকে মৃত্যুদণ্ডের রায় দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিএনপির সাবেক এমপি মোমিন তালুকদারের বিরুদ্ধে ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালৈ এই মামলার বিচার চলছিল। আজ বুধবার (২৪ নভেম্বর) বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় অবশেষে আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। এই মামলায় গত সোমবার (২২ নভেম্বর) রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়। ৩১ অক্টোবরই মামলার শুনানি শেষ হয়েছিল।

উল্লেখ্য যে, আব্দুল মোমিন তালুকদারের বিরুদ্ধে অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা ও গণহত্যার অভিযোগে মামলা শুরু হয়। এছাড়া এর মধ্যে ১৯ জনকে হত্যা ও গণহতহ্যা ও ১৯টি বাড়ি অগ্নিসংযোগ করে ধ্বংসেরও অভিযোগ রয়েছে। ২০১৮ সালের ৩ মে মামলার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মুক্তিযুদ্ধের সময় তিনি মুসলিম লীগের সক্রিয় কর্মী ছিলেন বলে খবর। ২০০১ ও ২০০৮ খ্রিস্টাব্দে বিএনপি থেকে পরপর দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক পদে আছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Related Articles

Back to top button
error: