প্রাক্তন NSE কর্তার বাড়িতে আয়কর হানা

টিডিএন বাংলা ডেস্ক : প্রবল চাপে চিত্রা রামকৃষ্ণা। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) এই প্রাক্তন সিইও-র বাড়িতে তল্লাশি অভিযান আয়কর বিভাগের।

চিত্রা রামকৃষ্ণার বাড়িতে আয়কর অভিযানের কয়েক ঘণ্টার মধ্যেই টুইটারে তোপ দাগে কংগ্রেস। কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা লেখেন, ‘বাবা কোথায় রয়েছেন— সেটা কি প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রী বলবেন? কেন তাঁর আইপি অ্যাড্রেস পাওয়া যাচ্ছে না? এই বিষয়ে তথ্য থাকা সত্ত্বেও ২০১৬ থেকে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও সেবির কর্তারা কী করছিলেন?’

২০১৩ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত এনএসই-র সর্বোচ্চ পদে ছিলেন চিত্রা। তারপর আচমকাই ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যান। বেশ কিছ‍ু অভিযোগ পাওয়া যায় চিত্রার বির‍ুদ্ধে। তদন্তে নামে সেবি। ওই ‘সাধু’র সম্পর্কে জানতে পারেন সেবির কর্তারা। রিপোর্টে এই আর্থিক নিয়ামক সংস্থা জানায়, গত ২০ বছর ধরেই ব্যক্তিগত এবং কাজের বিভিন্ন বিষয়ে হিমালয়ের ওই সাধুর পরামর্শ নিতেন বলে নিজেই জানিয়েছেন চিত্রা। ওই সাধুবাব থাকেন হিমালয়ে। সেখান থেকেই নাকি তিনি ই-মেলে চিত্রার প্রয়োজনীয় ‘পরামর্শ’ দিতেন।

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, ‘শিরোমণি’র নির্দেশেই ২০১৩ সালের এপ্রিলে অখ্যাত-অজ্ঞাত আনন্দ সুব্রহ্মণ্যমকে এনএসই’র মতো প্রতিষ্ঠানের উচ্চপদে বসান চিত্রা। এমনকী, তাঁকে নিজের পরামর্শদাতার দায়িত্বও দেন।